মো : রাসেল শেখ
নাটোর ব্যুরো
নাটোরর নলডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনায় অপর আরেক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। রবিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ত্রি মোহনী মির্জাপুর সড়কের চৌধুরীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত লাবিব হাসান শান (১৬) উপজেলার দিয়ার কাজিপুর এলাকার ঠান্ডু শেখের ছেলে এবং সাদমান সাফা (১৪) একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং আহত সিয়াম (১৪) একই এলাকার সেলিম হোসেনের ছেলে। তারা তিনজনই বাসুদেবপুর শ্রীশ চন্দ্র বিদ্যা নিকেতনের শিক্ষার্থী। সম্পর্কে তারা পরস্পর চাচাতো ভাই।
নলডাঙ্গা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, তিন কিশোর শিক্ষার্থী সান, সিয়াম এবং সাফা মোটরসাইকেল যোগে উপজেলার তাদের নিজ বাড়ি দিয়ার কাজিপুর থেকে চৌধুরীপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে চৌধুরীপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে এক বাড়ির পাকা দেয়ালের সাথে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক সানকে মৃত ঘোষণা করে। এ সময় গুরুতর আহত সিয়াম এবং সাফাকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পথে সাফা মারা যায়।
মেসার্স মাসুদ রানা বিল্ডার্সের একটি সহযোগী প্রতিষ্ঠান।
® ২০১৯-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত।
Copyright © 2025 24 ghonta News . All rights reserved.