নিজস্ব প্রতিবেদক : নজিপুর বাইক রাইডারস এর এডমিন মেসবাহুর রহমান (Mesbahur Rahman) রয়্যাল এনফিল্ড ক্লাসিক নওগাঁ জেলায় প্রথম প্রি – বুকিং করে এবং নওগাঁর মধ্যে প্রথম রয়্যাল এনফিল্ড ক্লাসিক গতকাল রবিবার (২৬ জানুয়ারি) রাজশাহী শোরুম থেকে গাড়িটি ডেলিভারী পায়।
Nazipur Bike Rider’s এ এমন ৩৫০সিসি বাইক যুক্ত হওয়াই গ্রুপ এর সকল সদস্যদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।