রাজশাহীতে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি এবং দলকে সু-সংগঠন ও আরও গতিশীল করতে মহানগর চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) ছোটবনগ্রাম বাইপাস মোড়ে এই সভাটি আয়োজিত হয়।চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সোহান এর সভাপতিত্বে এবং সদস্য সচিব রিজভী রেজা সাগরের সঞ্চালনায় সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মির তারেক।কর্মীসভায় প্রধান অতিথি মির তারেক বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে স্বৈরাচারি হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে যারা জুলাই-আগস্টের আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, শুধুমাত্র তাদেরকেই নেতৃত্বের পর্যায়ে স্থান দেওয়া হবে। তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর যারা দখলবাজি, চাঁদাবাজি ও টেন্ডারবাজির মতো অপকর্মে জড়িত হয়েছেন, তাদের কোনো স্থান আমাদের দলে নেই।'”তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, “কর্মীসভা মূলত সংগঠনকে শক্তিশালী করার এবং দলের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার একটি মাধ্যম। রাজনৈতিক চর্চা দিন দিন কমে যাচ্ছে, তাই আমাদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিক চর্চা জাগিয়ে তুলতে হবে। আমাদের একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে দল গঠন করতে হবে।”মির তারেক আরও বলেন, “বিএনপির নাম ব্যবহার করে কিছু ব্যক্তি চাঁদাবাজির মতো অপরাধে লিপ্ত হচ্ছেন, যা দলের নীতির পরিপন্থী। দেশনায়ক তারেক রহমানের প্রতি আস্থা রেখে বিএনপির সম্মান অক্ষুণ্ন রাখার জন্য আমাদের সবাইকে একত্রিত হতে হবে।”বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, সি. যুগ্ম আহ্বায়ক রাসেল বাবু এবং সিনিয়র সদস্য (দপ্তর) সৈকত পারভেজ।কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য এবং চন্দ্রিমা থানা যুবদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল, চন্দ্রিমা থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও মহানগর যুবদলের সদস্য আব্দুল কাদের উৎসব, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজ আলী মানিক, সাবেক সদস্য আব্দুস সাত্তার রানা, আশরাফুল হুদা সিয়াম, ইউসুফ আলী সনি সহ চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের কর্মীরা।