• শুক্রবার, ০২ মে ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
  • [gtranslate]

সাত দিন পরও ধরাছোঁয়ার বাইরে ইভেনের হামলাকারীরা, ক্ষত একশোর বেশি

স্টাফ রিপোর্টার / ১৪২ কতো বার পরেছে
আপডেট : সোমবার, ১০ মার্চ, ২০২৫

রাজশাহী মহানগরীতে সাংস্কৃতিক কর্মী মনোয়ার বিন তারেক ইভেনের উপর হামলার ৭ দিন পেরিয়ে গেলেও মামলার কোনো আসামিকে থানা পুলিশ এখনো গ্রেফতার করতে না পারায় ইভেনের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। এদিকে আসামিপক্ষের লোকজন মামলাটি প্রত্যাহার করে নেয়ার জন্য মামলার বাদীসহ ইভেনের পরিবারকে নানাভাবে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মামলার আসামিরা হলেন বুদ্দু সাদেক (২৫) , বিকি (৩০), উভয়ের পিতা আইয়ুব মহলদার , অন্ত (২২) পিতা দেলোয়ার হোসেন সবাই রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার বাসিন্দা। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেফতার হয়নি কেউ।

জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি দুপুরে নগরের গুলগফুর পেট্রোল পাম্প এলাকায় ইভেনের উপর সশস্ত্র হামলা চালায় সন্ত্রাসীরা । এ সময় স্থানীয়রা ইভেনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় ইভেনের পিতা মনোয়ারুল ইসলাম বকুল বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করেন।

মনোয়ারুল ইসলাম বলেন, আসামীরা নগরের চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হওয়ার পুলিশের সাথে তাদের সক্ষতা থাকায় তাদের গ্রেফতার করা হচ্ছে না। আসামিরা আমাদের প্রকাশ্যে হুমকি দিচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য। আমরা ঠিকমতো চলাফেরা করতে পাচ্ছি না।

এ বিষয়ে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহমেদের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্ঠা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর