বিগত ১৫ বছর আপনারা দেখেছেন আমরা একটি ফ্যাসিস্ট সরকারের যাতাকলে পৃষ্ঠ ছিলাম।
আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি মিথ্যা মামলায় ৬টি ৭টি বছর তিনি কারা বরণ করে ছিলেন কিন্তুু অন্যায়ের সাথে আপোস করেন নাই। আমাদের নেতা তারেক রহমান তিনি বাংলাদেশ আসতে পারেন নাই বিদেশের মাটিতে থেকে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম রচনা করেছেন। এই অভূথ্যানের পীছনে তিনিই ছিলেন মহাপরাক্রমশালী শক্তি যিনি আন্দোলন কে সংগঠিত করে ছিলেন হাসিনার পতন কে উৎসাহিত করে ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এস এম ওবায়দুল হক নাসির। মঙ্গলবার (১১মার্চ) বিকেলে ঘাটাইল উপজেলার রসুলপুর লালমাটি ঈদগাহ্ মাঠ প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে রসুলপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ আরিফ হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানা, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বেলাল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য মোঃ শামছুল আলম প্রমুখ।
অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিঃ যুগ্ম সম্পাদক কাজী আনোয়ারুল আজিম রানা, উপজেলা যুবদলের আহবায়ক বুলবুল, সদস্য, সচিব মাহবুব আলম সৌরভ, পৌর যুবদলের সভাপতি সাদিক মাহমুদ টিটু, সাধারণ সম্পাদক মোঃ পারভেজ মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাসির উদ্দিন রনি, সহ উপজেলা বিএনপির, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।