• রবিবার, ০৪ মে ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]

সিংড়ায় মহিলা আওয়ামীলীগ নেত্রী গ্রেফতার।

প্রসেনজিত,নাটোর সদর উপজেলা প্রতিনিধি: / ৪০ কতো বার পরেছে
আপডেট : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

 

নাটোরের সিংড়ায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে যুব মহিলা লীগের এক নেত্রী শাহিদা বেগমকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ। গ্রেফতারকৃত শাহিদা বেগম সিংড়া
পৌর যুব মহিলা লীগের সহ-সভাপতি পদে রয়েছেন এবং তিনি উপজেলার পৌর শহরের সরকারপাড়া মহল্লার বাসিন্দা।
মামলা সূ‚ত্রে জানা গেছে, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির পদযাত্রায় প্রস্তুতির সময় উপজেলার কৈগ্রাম এলাকায় অতর্কিত হামলা চালিয়ে বিএনপির নেতাকর্মীদের মারধর ও হত্যার হুমকি দেয়া হয়। গত ২০২৪ বছরের ৩ সেপ্টেম্বর রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আরিফুল ইসলাম বাদী হয়ে সিংড়া থানায় একটি মারধর ও হুমকির মামলা দায়ের করেন। এ মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক্#৩৯;সহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০/ ৪০ জনকে আসামি করা হয়।সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক বলেন, ২০২৩ সালে বিএনপির পদযাত্রায় হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে ।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর