নিজস্ব প্রতিবেদক :
নাটোরের গুরুদাসপুর উপজেলার মাশিন্দা ইউনিয়নের হাঁসমাড়ি গ্রামে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে সেনাবাহিনী ও ট্রাফিক সার্জেন্টের উপস্থিতিতে পরিচালিত এই অভিযানে ৩টি ভেকু ও ৭টি ট্রাক্টর জব্দ করা হয়েছে।
অভিযানকালে দেখা যায়, কোনোরূপ বৈধ অনুমতি ছাড়াই কৃষিজমিতে মাটি কেটে পুকুর খনন চলছিল। ট্রাক্টরগুলোর কাগজপত্র না থাকায় অনলাইনের মাধ্যমে চালকদের কাছ থেকে মোট ৪৭,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে জব্দ করা হয় ৫টি ভেকুর ব্যাটারিও।
সেনাবাহিনী জানায় “অবৈধভাবে পুকুর খননকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কৃষিজমি রক্ষায় এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে।”
অভিযানে সেনাবাহিনীর সদস্যরা ছাড়াও ট্রাফিক পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয়দের মতে, এই অভিযান এলাকাবাসীর মধ্যে সচেতনতা সৃষ্টি করেছে এবং পরিবেশ রক্ষায় এটি একটি কার্যকর উদ্যোগ।